আড়াই বছর কারারুদ্ধ থাকার পর গতরাতে মুক্তি পেয়েছেন বাহরাইনের শিয়া উলামা পরিষদের প্রধান।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাহরাইনের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ ঈসা কাসেমের প্রতি সমর্থন এবং তাঁর বাড়ীর সামনে অনশনে বসার অভিযোগে বাহরাইনের শিয়া উলামা পরিষদের প্রধান ‘সৈয়দ মাজিদ আল-মাশআল’কে আড়াই বছর কারাদণ্ড দেয় বাহরাইনের স্বৈরাচারী সরকার নিয়ন্ত্রিত আদালত। গতরাতে তিনি কারাদণ্ডের মেয়াদ শেষে মুক্তি পেয়েছেন।
মুক্তি পেয়েই আয়াতুল্লাহ ঈসা কাসেমের সম্মানার্থে প্রথমে দিরাজ অঞ্চলে অবস্থিত আধ্যাত্মিক এ নেতার বাড়ির সামনে অনশনের স্থানে উপস্থিত হন আল-মাশআল।
সম্প্রতি বাহরাইনের স্বৈরাচারী সরকার এদেশের শিয়া মুসলিমদের বিরুদ্ধে চাপ বৃদ্ধি করেছে এবং আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের নাগরিকত্ব কেড়ে নিয়েছে।
প্রসঙ্গত, বাহরাইনের মোট জনসংখ্যার শতকরা ৭০ ভাগ শিয়া মুসলিম হওয়া সত্ত্বেও জালিম সরকার সৌদি আরবের সহযোগিতায় এদেশ শাসন করছে আলে খলিফা পরিবার। ২০১১ সাল থেকে দেশটির জনগণ রাজনৈতিক সংস্কারের দাবীতে শান্তিপূর্ণ আন্দোলন করলেও তাদের ন্যায্য এ দাবীর কোন যথাযথ জবাব না দিয়ে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা, নাগরিকত্ব বাতিল এবং আন্দোলনরত জনগণকে উদ্ভট অভিযোগে কারাগারে প্রেরণের মত অমানবিক নীতি অবলম্বন করেছে।#