ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানব্কি সংকট সৃষ্টি করে তার দেশে সামরিক নীলনক্শা বাস্তবায়ন করতে চান।
আবনা ডেস্কঃ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানব্কি সংকট সৃষ্টি করে তার দেশে সামরিক নীলনক্শা বাস্তবায়ন করতে চান।
তিনি বলেন, ভেনিজুয়েলায় কোনো মানবিক সংকট নেই। ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ অভিযানের আগে আয়োজিত এক সমাবেশে মাদুরো এসব কথা বলেন। এসময় তিনি মার্কিন অভ্যুত্থান প্রচেষ্টাকে পরাজিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মাদুরো বলেন, “দেশের পবিত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি শান্তির পক্ষের পিটিশনে সই করেছি, এ পিটিশন ভেনিজুয়েলার স্বাধীনতা ও জনগণের আত্ম-নিয়ন্ত্রণাধিকারের জন্য। ভেনিজুয়েলা সম্মান পাওয়ার অধিকার রয়েছে।”
ভেনিজুয়েলায় সাম্প্রতিক রাজনৈতিক সংকট দেখা দেয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোর বিপক্ষে শক্তভাবে অবস্থান নেন। ট্রাম্প বলেছেন, মাদুরো ক্ষমতা না ছাড়লে ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালানো হবে। এর বিরুদ্ধে ইরান, রাশিয়া ও চীনসহ বিশ্বের বহুদেশ প্রতিবাদ করেছে।#