বাঙ্গালী
Saturday 27th of April 2024
0
نفر 0

তুরস্ক থেকে পাচার হচ্ছে সিরিয় শিশুদের অঙ্গ (ভিডিও)

সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলোতে সক্রিয় সিরিয় ইউজাররা সাম্প্রতিককালে একটি ভিডিও প্রচার করেছেন। বলা হচ্ছে যে, ভিডিওটি তুরস্কে ধারণ করা হয়েছে; যখন মানব অঙ্গ পাচারকারী চক্রের সদস্যরা সিরিয় ঐ শিশুর শরীর থেকে অঙ্গ বের করার প্রস্তুতি নিচ্ছিল।
<video crossorigin="" poster="http://www.abna.co/cache/image/2017/05/16/4fc59fbefebcd5f6db399d2dbfd7254e.jpg" width="300" height="150"> </video></div>

% buffered00:00Current time00:55

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সিরিয়ায় ঘটমান বর্বরতার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নিরবতার মাঝে তুরস্কে সক্রিয় মানব অঙ্গ পাচারকারী চক্রের কবলে নির্মমতার শিকার হচ্ছে সিরিয়ার নিস্পাপ শিশুরা।

সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলোতে সক্রিয় সিরিয় ইউজাররা সাম্প্রতিককালে একটি ভিডিও প্রচার করেছেন। বলা হচ্ছে যে, ভিডিওটি তুরস্কে ধারণ করা হয়েছে; যখন মানব অঙ্গ পাচারকারী চক্রের সদস্যরা সিরিয় ঐ শিশুর শরীর থেকে অঙ্গ বের করার প্রস্তুতি নিচ্ছিল।

ভিডিওটিতে দেখা গেছে, সিরিয় ঐ শিশুটির শরীর থেকে অঙ্গ বের করার লক্ষ্যে তাকে প্রস্তুত করা হচ্ছে এবং শিশুটি উচ্চস্বরে কান্নাকাটি করছে।

ইতিপূর্বে তুরস্কের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তুরস্ক মিথ্যা বলে দাবী করলেও, বিশ্লেষকরা মনে করেন নিঃসন্দেহে তুরস্ক, সন্ত্রাসী ও সশস্ত্র দলগুলোকে সমর্থনের মাধ্যমে সিরিয়ার জনগণের অঙ্গ পাচার, সিরিয়ার সম্পদ ও পূরাতত্ত্ব পাচার, এমনকি এদেশের জনগণকে হত্যা এবং উল্লেখিত শিশুসহ হাজার হাজার সিরিয় শিশু অপহরণের মত অপরাধের সাথে জড়িত।

স্মার্ট নিউজ ওয়েব সাইট ভিডিওটি প্রকাশের পর সিরিয় শিশুদের অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের বিষয়ে তুরস্কের দিকে আঙুল তুলে উল্লেখ করেছে যে, শিশুটি এবং তার পরিবারের সাথে সাক্ষাত করবে তারা।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

২ বছর পর ২১ খ্রিষ্টানের দেহাবশেষ ...
এবার আরব আমিরাতের গোয়েন্দা ড্রোন ...
কুবানির পাশ্ববর্তী গ্রামগুলো ...
হিজবুল্লাহকে নিয়ে আতংকে তেল আবিব ...
উত্তর ও পূর্ব সীমান্ত বন্ধ করে ...
তিনি কখনোই নিজের কাজ স্ত্রী ও ...
বিমানের প্রথম হজ ফ্লাইট ৪ আগস্ট
আবু তালিব (আ.) এর ঈমান আনয়নের বিষয়ে ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...
সৌদি ঘাঁটিতে ব্যালিস্টিক ...

 
user comment