ভারতের গুজরাটে মুসলিমদের ওপর গণহত্যায় দণ্ডিত চারজনকে জামিনে মুক্তি দিলেন সুপ্রিমকোর্ট। এটি ২০০২ সালের দাঙ্গায় অন্যতম বড় ঘটনা।
আবনা ডেস্কঃ ভারতের গুজরাটে মুসলিমদের ওপর গণহত্যায় দণ্ডিত চারজনকে জামিনে মুক্তি দিলেন সুপ্রিমকোর্ট। এটি ২০০২ সালের দাঙ্গায় অন্যতম বড় ঘটনা।
চার অভিযুক্ত হলেন- উমেশভাই ভারওয়াদ, রাজকুমার, হরশাদ ও প্রকাশভাই রাঠোর। সন্ত্রাস ও দাঙ্গার অভিযোগে তাদের ১০ বছর দণ্ড হয়েছিল।
গত মঙ্গলবার তাদের জামিন মঞ্জুর করেন আদালত। এ সময় সুপ্রিমকোর্টের বিচারপতিরা বলেন, হাইকোর্ট যেভাবে সাজা দিয়েছিল, তাতে কিছু প্রশ্নের অবকাশ রয়েছে। 'হাইকোর্টের সাজা বিতর্কিত' বলে উল্লেখ করে সাজা পরিবর্তন করা হয়।
এ ছাড়া সুপ্রিমকোর্ট আরও জানিয়েছে, এ ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবু বজরঙ্গিসহ অন্য অভিযুক্তদের জামিনের আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে।
এদিকে তদন্তকারীদের দাবি, গোধরা ট্রেন জ্বালিয়ে ৫৯ হিন্দু যাত্রীকে খুন করার ঘটনার প্রতিবাদে আমেদাবাদের নিকটবর্তী নারোদা পাটিয়াতে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় ৯৭ মুসলমান সম্প্রদায়ের মানুষ খুন হন।
গত বছর জুন মাসে গুজরাট হাইকোর্ট অভিযুক্তদের অপরাধ বিচার করে ১০ বছরের জেল সাজা দিয়েছিল।
হাইকোর্ট বাবু বজরঙ্গিসহ ১৬ জনের সাজা ঘোষণা করেছিল। বাকি ১৮ জনকে ঘটনায় জড়িত সন্দেহ করেছে। তাদের মধ্যে বিজেপি নেত্রী মায়া কোদনানির নাম উল্লেখযোগ্য।
রায় ঘোষণার সময় হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, 'এ মামলার সাজায় যদি নমনীয় মনোভাব দেখানো হয় তা হলে সত্যের অপলাপ হয়। তাই এ ঘটনার কড়া শাস্তিই প্রয়োজন।'
কোর্ট আরও জানিয়েছিল, 'এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমুলক শাস্তি না হলে সমাজের স্বার্থ বিঘ্নিত হবে।' সূত্র: এনডিটিভি