বাঙ্গালী
Friday 26th of April 2024
0
نفر 0

সৌদি আরবে অস্ত্র রফতানি বৃদ্ধির চেষ্টায় তুরস্ক

সৌদি আরবে অস্ত্র রফতানি বৃদ্ধির চেষ্টায় তুরস্ক

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ‘ফিকরি ইশিক’, সৌদি আরবে অস্ত্র রফতানির বিষয়ে এদেশের আগ্রহের তথ্য ফাঁস করেছেন।

আনকারায় অনুষ্ঠিত সামরিক সরঞ্জাম ও বিমানের যন্ত্রাংশ রপ্তানিকারক ইউনিয়নের সদস্যদের একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন: খুব শীঘ্রি সৌদি আরবের সাথে অস্ত্র রপ্তানি বৃদ্ধির বিষয়ে একটি চুক্তি করতে পারবো বলে আমরা আশাবাদি। এর আওতায় যতদূর সম্ভব রপ্তানি বৃদ্ধি করা হবে।

তিনি বলেন: তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বার্টার সিস্টেম ব্যবহার করতে চায়, তথা অন্যদেশে অস্ত্র রপ্তানির বিনিময়ে অন্যান্য প্রডাক্ট আমদানি করে চায়; যাতে তুরস্কের অস্ত্র রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধান হয়।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে অস্ত্র রপ্তানির চেষ্টা চালাচ্ছে তুরস্ক। ঐ বছর থেকে তুরস্ক সরকার, হেলিকপ্টার, ইউএভি, যুদ্ধজাহাজ, ট্যাংক, মিসাইল সিস্টেম এবং ফাইটার বিমান তৈরীর পরিকল্পনা হাতে নেয়।

২০১১ সালে তুরস্ক ৮৮৩ মিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করলেও ২০১৬ সালে তা বৃদ্ধি পেয়ে এক বিলিয়ন ৭০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।#


0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

কুবানির পাশ্ববর্তী গ্রামগুলো ...
হিজবুল্লাহকে নিয়ে আতংকে তেল আবিব ...
উত্তর ও পূর্ব সীমান্ত বন্ধ করে ...
তিনি কখনোই নিজের কাজ স্ত্রী ও ...
বিমানের প্রথম হজ ফ্লাইট ৪ আগস্ট
আবু তালিব (আ.) এর ঈমান আনয়নের বিষয়ে ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...
সৌদি ঘাঁটিতে ব্যালিস্টিক ...
কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে ...
সৌদি মদদপুষ্ট পক্ষ ইয়েমেনের ...

 
user comment