বাঙ্গালী
Tuesday 30th of April 2024
0
نفر 0

নাম বদলে নুসরা ফ্রন্টের সন্ত্রাসী চরিত্র পাল্টাবে না: ইরান

আবনা ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের নাম বদলের কারণে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে না। উগ্র তাকফিরি এ গোষ্ঠীর নাম বদলের পদক্ষেপকে ইরান শুধুমাত্র শব্দের খেলা বলে মনে করছে। গতকাল আন-
নাম বদলে নুসরা ফ্রন্টের সন্ত্রাসী চরিত্র পাল্টাবে না: ইরান

আবনা ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের নাম বদলের কারণে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে না। উগ্র তাকফিরি এ গোষ্ঠীর নাম বদলের পদক্ষেপকে ইরান শুধুমাত্র শব্দের খেলা বলে মনে করছে।
গতকাল আন-নুসরা ফ্রন্ট মূল সংগঠন আল-কায়েদার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে; পাশাপাশি নাম পরিবর্তন করে জাবহাত ফাতহ আশ-শাম রেখেছে।
এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকা থেকে নিজেদের মুক্ত করার লক্ষ্যে নুসরা ফ্রন্ট নাম বদলের এই উদ্যোগ নিয়েছে কিন্তু সিরিয়ায় সরকার উৎখাতের নামে নিরাপরাধ লোকজনের ওপর তারা যে ঘৃণ্য বর্বরতা চালিয়েছে তার কুৎসিত ভাবমর্যাদা মুছে যাবে না।
তিনি আরো বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর নাম পরিবর্তনের এই পদক্ষেপের মধ্যদিয়ে সৌদি নেতৃত্বাধীন আল-কায়েদা, তালেবান, দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের পৃষ্ঠপোষকদের দেউলায়িত্ব ফুটে উঠেছে। সন্ত্রাসী এসব গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সমর্থকদের তৎপরতা এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থা বিস্তারের মূল কারণ খুঁজে বের করার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

শিয়া অধ্যুষিত এলাকায় আত্মঘাতী ...
লাব্বাইক ধ্বনিতে আজ মুখরিত হবে ...
যেকোনো অপতৎপরতার জবাব হবে ভয়াবহ: ...
মাজমা’র অস্ট্রেলীয় সদস্যের ...
পশ্চিমাদের পথে সৌদি: ইয়েমেনে ...
আয়াতুল্লাহ ঈসা কাসিমের ...
২ বছর পর ২১ খ্রিষ্টানের দেহাবশেষ ...
এবার আরব আমিরাতের গোয়েন্দা ড্রোন ...
কুবানির পাশ্ববর্তী গ্রামগুলো ...
হিজবুল্লাহকে নিয়ে আতংকে তেল আবিব ...

 
user comment