আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- :গত বুধবার (২৭ এপ্রিল) পাকিস্তানের হায়দ্রাবাদে সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন শিয়া গবেষক ‘এমদাদ হোসেন জাফারি’।
ঘটনার দিন অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী ‘এমদাদ হোসেন জাফারি’কে ‘লতিফ আবাদ’ এলাকায় তার বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করে। সাথে সাথে এমদাদ হোসেনকে নিকটস্থ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।
ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও স্পষ্ট হয়নি কে বা কারা তাকে হত্যা করেছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা প্রথমে শিয়া ঐ গবেষকের বাড়িতে ঢুকে তার গলায় উপর্যপুরি ছুরির আঘাত করে তাকে জখম করে। এরপর তার পায়েও আঘাত করে সন্ত্রাসীরা।
উল্লেখ্য, পাকিস্তানে মুসলমানদের বিরুদ্ধে আত্মঘাতী হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছে তাকফিরি ওয়াহাবিসহ বিভিন্ন উগ্রতাবাদী গোষ্ঠি। বর্তমানে এ বিষয়ে দেশটির শিয়া সমাজ উদ্বিগ্ন, কারণ এ হামলার অধিকাংশই শিয়া মুসলমানদের বিরুদ্ধে চালানো হয়।#