আবনা ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ ভবন ও মরহুম ইমাম খোমেনী (র)’র মাযারে সন্ত্রাসী হামলায় শহীদদের স্মরণে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের আলো কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে। প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ইরানের জনগণের প্রতি সংহতি জানাতে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার সময় আইফেল টাওয়ারের আলো বন্ধ রাখা হবে। টুইট বার্তায় তিনি বলেন, প্যারিসের নাগরিকরা ইরান ও দেশটির জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।
বুধবারের হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আলাদা বার্তায় নিন্দা জানিয়েছেন এবং ইরানি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বুধবারের হামলায় ১৭ জন শহীদ ও ৫২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয় সন্ত্রাসীকে আটক করা হয়।#